Digital Marketing In Bangladesh | ডিজিটাল মার্কেটিং
ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে এফিলিয়েট মার্কেটিং।আর ডিজিটাল মার্কেটিং কোর্সের এই ক্লাশে এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এবং এফিলিয়েট মার্কেটিং এর নিশ এবং প্রডাক্ট সিলেকশ নিয়ে আলোচনা করা হয়েছে।
What Is Niche (নিস/নিশ কি)?
মার্কেটিং এর ভাষায়, যখন আপনি শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে, নির্দিষ্ট কোন জনগোষ্ঠীর মধ্যে নির্দিষ্ট একটি চাহিদা পূরণ করার উদ্দেশ্যে ওই প্রোডাক্টের মার্কেটিং বা প্রচারণা করবেন তখন সেটাকে নিশ মার্কেটিং বলা হয়।নিস হচ্ছে বেশ বড় একটা গ্রুপ বা সেক্টর থেকে বেছে নেয়া স্পেসিফিক কোন ক্যাটাগরি।যেমন টেক্সটাইল সেক্টর এর কথা চিন্তা করলে, পুরো টেক্সটাইল একটা বড় একটা সেক্টর। কিন্তু তার মধ্যে শুধু গার্মেন্টস সেকশন একটা নিশ।
Find Demanding Niche( চাহিদাসম্পন্ন নিস/নিশ খোজা):
এফিলিয়েট মার্কেটার হিসাবে, অর্থোপার্জনকারী নিশগুলি সন্ধান করা গুরুত্বপূর্ণ কারণ প্রতি একক নিশতে বেশ কয়েকটি উপ- নিশ থাকতে পারে। যখন নতুন নিশে ঢুকবেন তখন কিভাবে ইন্টেরেস্টের প্যাটার্ণ খুঁজে বের করবেন অথবা বুঝবেন আপনার টার্গেটেড অডিয়েন্স কি কি পছন্দ করে ?
একটি আদর্শ নিস খোজার কিছু টিপস-
১-আপনি যে নিসটি সিলেক্ট করেছেন তার ব্যাকগ্রাউন্ডে যাতে কোন প্রডাক্ট বা সার্ভিস থাকে তা নিশ্চিত হয়ে নিবেন।
২- নিস খুঁজার সময় খেয়াল রাখবেন যাতে সেটা কোন ব্রান্ডের সাথে সংঘর্ষ পূর্ণ না হয় ।৩- নিস খুঁজার জন্য সবসময় চেষ্টা করবেন মেইন ক্যাটাগরিতে না খুজে ঐ মেইন ক্যাটাগরিরি সাবক্যাটাগরিতে খুজতে। তাহলে খুব দ্রুতই আপনি আপনার নিস খুজে পাবেন।
৪- যে বিষয় আপনার মুটামুটি ধারনা আছে, বা যে বিষয় আপনি পছন্দ করেন সেই সব বিষয়ের নিস নিয়ে কাজ করলে বেশি ভাল ফলাফল পাওয়া যায়।
আপনি আপনার নিশ ভবিষ্যতে যেকোন সময় চেঞ্জ করতে পারবেন।কোন নিশ নিয়ে কাজ করার সময়, যদি নিশ প্রফিটেবল না হওয়ায় অথবা ওই নিশ নিয়ে কাজ করতে ইচ্ছা না করে তাহলে ভবিষ্যতে এ আপনার নিশ চেন্জ করতে পারবেন।Yahoo Answer এবং Amazon.com এই দুটি সাইট নিশ খোজার জন্য অনেক ভাল।এই দুটি সাইট থেকে আপনি আপনার পছন্দের নিশ সহজেই খুজে বের করতে পারেন।
0 Comments